আমি 2020 সালের ডিসেম্বর মাস এর 31 তারিখ এ একটা পোস্ট করেছিলাম যে ,
2020 সাল আমায় কিছুই দেয় নাই দেখি 2021 সাল আমায় কি দেয় ?
এখন 2021 এর শেষ এর দিকে আমি 2021 থেকে যা কিছু পাইছি তা জীবনে ও কল্পনা করতে পারবো না প্রথম দিকে অনেক সুখ এই পাইছি না চাইতে এই অনেক কিছু পাইছি যার আশা ছেড়ে দিছি তাও পাইছি । অনেকের ভালোবাসা পাইছি । কিন্তু এই পাওয়া টা যে শুধু 2021 এর জন্য এই ছিল তা আগে জানতাম না , এখন 2021 সাল এর শেষ এর দিকে আমি 2021 সালে যা পাইছি হয়তো 2021 আমার কাছ থেকে এর থেকে ও বেশি কিছু নিয়ে চলে গেছে । শেষ টা যে এই রকম হবে আমি ভাবতে ও পারি নাই , কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। আমি 2021 সাল থেকে যা পাইছি সব 2021 সালে এই রোহে গেছে আমি 2021 সাল থেকে কিছু এই নিয়ে যেতে পারি নাই শুধু দুঃখ কষ্ট ছাড়া । 🙂
2021 সাল থেকে আমি ভালো কিছু আশাকরেছিলাম। হয়তো ভালোর থেকে ও ভালো কিছু দিয়েছে আমায় কিন্ত সব কিছু যে স্মৃতি হিসাবে থেকে যাবে তা আগে জানতাম না । 🙂
এই 2021 সাল আমার কাছে চির সরণীয় হয়ে থাকবে 🙂