অবশেষে হাতে পেলাম RAB-11 এর সেই সেলের ছবি, যে সেলে আমাকে গু-/ম রাখা হয়েছিলো প্রথমদিন আর শেষদিন। (মাসরুর আনোয়ার চৌধুরী)
বাকি পাঁচ ছয়দিন, এর চাইতে ভয়-/ঙ্কর সেলে ছিলাম। ঐগুলো এখনো পাই নাই। অচিরেই উম্মোচন হবে সেগুলারও। ইন শা আল্লাহ।
ঐ বোতলটা দিয়ে টয়লেটের পাশের কল থেকে নিয়ে পানি খেতে হতো।
ঐখানেই খাওয়া, ঐখানেই টয়লেট , ঐখানেই ঘুম, ঐখানেই নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির। আর ক্র-/স-ফা-/য়া-রে পড়ার আ-ত-ঙ্ক। ফিরে না আসার আ-ত-ঙ্ক।
আহ! মনে পড়লেই ট্র-মা কাজ করে।
~ মাসরুর আনোয়ার চৌধুরী!শুভ জন্মদিন ভাই শুভ হোক আপনার আগামী দিনের পথ চলা আপনার মনের আশা যেনো পূরণ হয় আপনার এই হাসি খুশি মুখটা যেন সব সময় হাসি খুশি থাকে জন্মদিনের দাওয়াত না দিলেও চলবে বিয়ের দাওয়াত টা দিয়েন ভাই বিয়ে খাই না অনেকদিন হইছে ভাই সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করেন আমার ভাই যেনো তাড়া তাড়ি বিয়ে করতে পারে আর আমি যেনো তাড়াতাড়ি খাইতে পারি
Affiya Jannat
Delete Comment
Are you sure that you want to delete this comment ?