তোমায় দেখেছিলাম প্রথম কলেজের প্রথম দিনে যেইদিন আমাদের যে দিন নতুন ক্লাসে বরন করেছিল।সেইদিন তোমাকে প্রথম দেখায় ভালো লেগে গিয়েছিল।ক্রাশ খেয়ে ছিলাম তোমায় দেখে।তুমি আমার প্রথম ক্রাশ।তারপর দ্বিতীয় দিন যেইদিন দেখা হয়েছিল।মনে হয়েছিল এতোদিন আমি মনে মনে যাকে খুঁজেছিলাম সেই মানুষটাই তুমি। যার জন্য এতকাল আমি সিঙ্গেল সেই মানুষটাই তুমি।আমার dream girl তুমি।প্রথম প্রেমে পড়ার অনূভুতি বুঝলাম তোমার প্রেমে পড়ে।প্রেমে পড়া অনূভুতি অন্যরকম প্রশান্তির। আমি তোমার চোখের প্রেমে পড়েছিলাম।আমি ডুবে গিয়েছিলাম তোমার ওই মায়াবী দুই চোখের মায়ায়।এত সুন্দর চোখ তোমার তা ভাষায় প্রকাশ করা যাবে না।এত সুন্দর চোখ আমি আগে কখনো কারো দেখে নাই।কারো চোখ দেখে যে প্রেমে পড়া যায় তাকে ভালোবাসা যায় তোমার ওই মায়াবী ওই দুই চোখ না দেখলে বুঝতাম না।তোমার গানের গলা অসাধারণ। প্রতিদিন কলেজে গেলে তোমায় খুঁজতাম পাগলের মতো একবার দেখার জন্য।ক্লাসে ফাঁকে এক দৃষ্টিতে তোমার দিগে তাকিয়ে থাকতাম। তোমার সবকিছুই আমার ভালোতোমাকে প্রথম দেখায় ভালো লেগে গিয়েছিল।ক্রাশ খেয়ে ছিলাম তোমায় দেখে।তুমি আমার প্রথম ক্রাশ।তারপর দ্বিতীয় দিন যেইদিন দেখা হয়েছিল।মনে হয়েছিল এতোদিন আমি মনে মনে যাকে খুঁজেছিলাম সেই মানুষটাই তুমি। যার জন্য এতকাল আমি সিঙ্গেল সেই মানুষটাই তুমি।আমার dream girl তুমি।প্রথম প্রেমে পড়ার অনূভুতি বুঝলাম তোমার প্রেমে পড়ে।প্রেমে পড়া অনূভুতি অন্যরকম প্রশান্তির। আমি তোমার চোখের প্রেমে পড়েছিলাম।আমি ডুবে গিয়েছিলাম তোমার ওই মায়াবী দুই চোখের মায়ায়।এত সুন্দর চোখ তোমার তা ভাষায় প্রকাশ করা যাবে না।এত সুন্দর চোখ আমি আগে কখনো কারো দেখে নাই।কারো চোখ দেখে যে প্রেমে পড়া যায় তাকে ভালোবাসা যায় তোমার ওই মায়াবী ওই দুই চোখ না দেখলে বুঝতাম না।তোমার গানের গলা অসাধারণ। প্রতিদিন কলেজে গেলে তোমায় খুঁজতাম পাগলের মতো একবার দেখার জন্য।ক্লাসে ফাঁকে এক দৃষ্টিতে তোমার দিগে তাকিয়ে থাকতাম। তোমার সবকিছুই আমার ভালো
Affiya Jannat
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟