1 י ·תרגם

কোনো এক কুয়াশা ভেজা সকালে দেখেছিলাম তোমায়,
দেখেছিলাম সাদা সিধে সাজে
এলোমেলো চুলে মুখ ঢেকে যায়। আর পাগল হয়ে যাই আমি,
কী নিষ্পাপ চাইনি তার।
চোখের ভাষায় বলে দিতে চাই -
আমি ভালোবাসি তোমায়।