35 i ·Oversætte

মানবদেহে তেজস্ক্রিয়তার প্রভাব

চেরনোবিল এবং ফুকুশিমা দুর্ঘটনার দায়-দায়িত্ব এখনো কেউ নিচ্ছে না৷ চেরনোবিল দুর্ঘটনার পর কত মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়েছে তা নথিভুক্ত করা হয়নি৷ মানুষের জীবনের কোন মূল্যই কি তাহলে নেই?

ফুকুশিমার পারমাণবিক কেন্দ্রের প্রায় ৬০ কিলোমিটার পর্যন্ত কোন মানুষের জন্য নিরাপদ নয় – জানিয়েছে গ্রিনপিস৷ এই ৬০ কিলোমিটারের মধ্যে অন্তত দুটি গ্রাম পড়েছে৷ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার হার সেখানে বেশ তীব্র৷ তা জানা সত্বেও কর্তৃপক্ষ সেখানে বসবাসরত মানুষদের সরিয়ে নেয়নি৷ জীববিজ্ঞানী কাটসুমি ফুরিটসু বললেন,‘‘এসব গ্রামের মানুষরা তেজস্ক্রিয়তার সংস্পর্শে আসার পরও তাদের সরিয়ে নেয়া হয়নি৷ এখন পর্যন্ত না৷ পরমাণু কেন্দ্রের ২০ কিলোমিটারের পরিধির মধ্যে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে মাত্র৷ এর পরেও যারা রয়েছে তাদের ঘরে থাকতে বলা হয়েছে৷ অথচ তা মোটেই নিরাপদ নয়৷''

কাটসুমি ফুরিটসু মানবদেহে তেজস্ক্রিয়তার প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করছেন৷ তিনি সম্প্রতি বার্লিনে এসেছিলেন৷ হিরোশিমার বিভীষিকার শিকার যারা তাদের অসুখ-বিসুখ এবং পরবর্তী প্রজন্মের ওপর তার প্রভাব নিয়ে গবেষণা করেছেন৷ চেরনোবিল দুর্ঘটনার পরও তিনি সেখানকার মানুষদের নিয়ে কাজ করেছেন৷ অ্যামেরিকান বেশ কিছু বিজ্ঞানী এবং গবেষকরা জানিয়েছেন পরমাণু দুর্ঘটনার ঘটনাস্থলের ৮০ কিলোমিটার পরিধির মধ্য থেকে মানুষদের সরিয়ে নেয়া উচিত৷

তবে কখনো দুর্ঘটনা ঘটলে কী করা যেতে পারে, মানুষ শারীরিক কোনো ধরণের ক্ষয়ক্ষতির সম্মুখীন হলে তাদের কীভাবে সাহায্য করা যেতে পারে তা নিয়ে কিছু বলা নেই৷ খারাপ ধরণের দুর্ঘটনা ঘটলে তা আইএইএ পুরোপুরি চেপে যায়৷''

চেরনোবিল এবং ফুকুশিমার দুর্ঘটনার পর জাতিসংঘকে এ বছরের শুরুতে জানানো হয়েছিল, চেরনোবিল দুর্ঘটনার জন্য খুব বেশি চিন্তিত হওয়ার প্রয়োজন নেই৷ শারীরিকভাবে কোনো ধরণের ক্ষতির সম্মুখীন সাধারণ মানুষরা হবে না৷ তবে যে সব চিকিৎসকরা এসব রোগীদের দেখাশোনা করছেন তাদের ভাষ্য পুরোপুরি ভিন্ন৷ তাদের অভিজ্ঞতা বলছে অন্য কথা৷ তারা প্রতিনিয়ত চেরনোবিলের শিকার যারা তাদের সেবা দিয়ে আসছেন, তাদের বিভিন্ন ধরণের অসুখ-বিসুখ নিয়ে গবেষণা চালিয়ে গেছেন৷ আক্ষেপের সঙ্গে ফ্লুগবাইল জানালেন,‘‘যা ঘটেছে তা পুরোপুরি মানবসৃষ্ট৷ পরমাণু কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের কাছে সাধারণ মানুষ খুব গুরুত্বপূর্ণ নয়৷ রাজনৈতিক দলের সঙ্গে তাদের ওঠা-বসা৷ সেখানেই তাদের স্বার্থ৷ আর রাজনৈতিক দলের স্বার্থ মানে সেখানে দেশের স্বার্থ জড়িত৷ দেশও চায় যেভাবেই হোক পরমাণু কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে৷''

মিউনিখের হাইমহোল্স ইন্সটিটিউটের গবেষক হাগেন শ্যার্ব কিছুদিন আগে একটি জরিপে জানিয়েছেন অজানা কিছু তথ্য৷ সেখানে তিনি উল্লেখ করেছেন গোটা ইউরোপে চেরনোবিল দুর্ঘটনার পর ইউরোপে ১০ লক্ষ কম শিশু জন্ম নিয়েছে৷ চেরনোবিল দুর্ঘটনার পর যে তেজস্ক্রিয়তা গোটা ইউরোপে ছড়িয়ে পড়েছিল এটা তারই ফল৷

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

8 timer ·Oversætte

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

8 timer ·Oversætte

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

8 timer ·Oversætte

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।