লোভী কুকুর
একটা কুকুর ছিল বড় লোভী। সে একদিন মাংসের দোকান থেকে এক টুকরো মাংস চুরি করেছিল। তখন সে একটা নিরাপদ জায়গায় গিয়ে মাংসের টুকরোটা খাবে মনে করেছিল । তাই সে মাংসের টুকরো মুখে নিয়ে দৌড়াতে লাগল ।
পথে, খালের উপরে ছিল একটা সাঁকো। কুকুরটা সেই সাঁকোর উপর দিয়ে দৌড়াচ্ছিল । এমন সময় সে খালের জলে নিজের ছায়া দেখতে পেল।
কিন্তু সে নিজের ছায়াটাকে অন্য একটা কুকুর মনে করল। লোভী কুকুরটা দেখল, সেই অন্য কুকুরের মুখেও এক টুকরো মাংস রয়েছে! লোভী কুকুরটা তখনই তা কেড়ে নিতে চাইল ।
তাই সে ঘেউ ঘেউ করে তেড়ে গেল। সঙ্গে সঙ্গে তার নিজের মুখ থেকে চুরি করা মাংসের টুকরোটা খালের জলে পড়ে তলিয়ে গেল ।
নীতিকথা : অতি লোভ ভালো নয় ।