51 w ·Translate

পিঁপড়ে আর ফড়িং

এত শীতের সকালে একটা পিঁপড়ে তার ভাঁড়ার ঘরে বসেছিল। এমন সময় কনকনে শীত আর ঝড়-বৃষ্টির মধ্যে একট ফড়িং সেখানে এসে হাজির হলো।

ফড়িং পিঁপড়েকে ডেকে বলল, “ভাই, তোমার ভাঁড়ার থেকে আমায় কিছু খাবার দেবে? আমার ঘরে কিছুই খাবার নেই।” পিঁপড়ে দুঃখিত হয়ে বলল, “তুমি কি হেমন্তকালে কিছু খাবার সঞ্চয় করনি?” ফড়িং বলল, “না। তখন আমি সময় পাইনি।”

পিঁপড়ে অবাক হয়ে জিজ্ঞাসা করল, “শীতের জন্য খাবার সঞ্চয় করতে সময় পাওনি! কোন কাজে ব্যস্ত ছিলে, শুনি?”

ফড়িং বলল, “সারাটা হেমন্তকাল আমি গান গেয়ে কাটিয়েছি । তাই সময় পাইনি।” পিঁপড়ে অসন্তুষ্ট হয়ে বলল, “বেশ করেছ!

শীতকালটা তবে তুমি নেচে কাটিয়ে দাও।”-এই বলে পিঁপড়ে তার ভাঁড়ার ঘরের দরজা বন্ধ করে দিল ।

নীতিকথা : কাজের সময় কাজ না করলে কষ্ট পেতে হয়।