51 w ·Translate

ইঁদুরের সভা

এক সময় একটা গোলাবাড়িতে অনেকগুলো ইঁদুর সুখে বাস করত। একদিন, একটা মোটা বিড়াল এল সেখানে। তারপর, ইঁদুরের লোভে বিড়ালটা সেই গো- লাবাড়িতেই থেকে গেল। তখন থেকে ইঁদুরদের বিপদের আর সীমা থাকল না । একদিন ইঁদুরেরা গোপনে একটা সভা করল ।

এই সভার আলোচনার বিষয় ছিল- বিড়ালের অত্যাচার থেকে বাঁচার উপায় ঠিক করা। এই সভায় অনেকে অনেক উপায়ের কথা বলল।

কিন্তু কোনো উপায়ই সকলের মনের মতো হলো না । অবশেষে একটা নেংটি ইঁদুর বলল, “বিড়ালের হাত থেকে বাঁচার সহজ উপায় হলো- বিড়ালটার গলায় একটা ঘণ্টা বেঁধে দেওয়া।

তা হলে, বিড়ালের চলাফেরার সময় ঠুনঠুন ঘণ্টা বাজবে। তা শুনে আমরা সাবধান হতে পারব।” এই সহজ উপায়ের কথা শুনে সকলে উৎসাহে হাততালি দিয়ে উঠল ।

হাততালি থামল, একটা বুড়ো ইঁদুর বলল, “বিড়ালটার গলায় ঘণ্টা বাঁধতে কে যাবেন, উঠে দাঁড়ান।” কেউ উঠে দাঁড়াল না ৷

নীতিকথা : কাজের কথা বলা যত সহজ করা তত সহজ নয় ৷