অহংকারী দাঁড়কাক
একবার একটা দাঁড়কাক কতকগুলো ময়ূর-পালক কুড়িয়ে পেয়েছিল। দাঁড়কাকটা সেই রঙিন পালকগুলো নিজের গায়ে গুঁজে নিয়েছিল। তখন তার মনে হয়েছিল যে তাকে ময়ূরের মতোই সুন্দর দেখাচ্ছে। তবে আর কুৎসিত কালো কারুদের দলে সে থাকে কেন?
এই ভেবে অহংকারী দাঁড়কাকটা ময়ূরদের সঙ্গে থাকতে গেল । ময়ূরেরা কিন্তু সহজেই তাকে কাক বলে চিনতে পারল।
তাই তারা দাঁড়কাকটার গা থেকে ময়ূর-পালকগুলো খুলে নিয়ে, ঠুকরিয়ে তাড়িয়ে দিল। মনের দুঃখে দাঁড়কাকটা আবার নিজের দলে ফিরে আসতে চাইল।
কিন্তু কাকেরা এই দলত্যাগী দাঁড়কাকটাকে তাদের দলে ঠাঁই দিল না । বেচারা দাঁড়কাকটা সেই দিন থেকে একা ।
নীতিকথা : বোকারা ধার করা ধন নিয়েও গর্ব করে।
Мне нравится
Комментарий
Перепост