মা
মায়ার আঁচল দিয়ে
আদরে আদরে
মা আমারে বুকে রাখে
কত যতন করে ।
মা শুধু চায়
আমার সকল সুখ
আমার দুঃখে দুঃখ ভরা
মায়ের মলিন মুখ।
মায়ের দোয়ায় আসে আমার
সকল সফলতা
মিষ্টি মধুর মায়ের ডাকে
ভুলি দুঃখ কথা ।
সকল ছড়া মজায় ভরা
আমার বড় ভাই
ভাই আমার ভাই
আমার বড় ভাই ভাইয়ের সাথে
কার তুলনা হয়?
আমার স্মৃতির পাতায়
হাসি কান্নায়
ভাই ছাড়া কেউ নাই
আমার বড় ভাই ।