মামা
আমার মামা সকল সময়
ভীষণ আদর করে
কোলে কাঁখে কাঁধে করে
ডাকে হাতখান ধরে।
মামার বাড়ি গেলে আমায়
কত কিছু দেয়
যেখানে যায় মামা আমায়
সাথে করে নেয় ৷
পিঠা পুলি মুড়ি মুড়কি
আরো কত খাবার
ইচ্ছে জাগে তাইতো আমার
মামার বাড়ি যাবার।
চাচা
চাচা আমার বাপের ভাই
আদর স্নেহের সীমা নাই ।
সাথে সাথে নিয়ে চলেন
কত রকম গল্প বলেন।
এটা খাওয়ান ওটা খাওয়ান
হাতের কাছে যখন যা পান।