সেকেন্ড থেকে শতাব্দী
৬০ সেকেন্ডে মিনিট আবার
৬০ মিনিটে ঘন্টা
পার হয়ে যায় কেমন করে
২৪ ঘন্টার দিনটা ॥
৭ দিনে যে সপ্তাহ ১৫ দিনে পক্ষ
৩০ দিনে মাস ধরে মেনে চলি লক্ষ্য
১২ মাসে বছরটা
করি গণনাটা ॥
৩৬৫ দিনে ধরি বছর
১ যুগে ১২ বছর ঠিক মতো রাখি খবর
কোন মাসে যে কত দিন তা
জানতে চায় এই মনটা ॥
৩০ দিনে সেপ্টেম্বর এপ্রিল জুন আর নভেম্বর
বাকি সব ৩১ দিনে সাথে আছে ডিসেম্বর
২৮ দিনে প্রতি বছরে ধরি তা
ফেব্রুয়ারি মাসটা ॥
বাড়ে আবার ১ দিন লিপইয়ার যে হলে
চার বছর পরে পরে লিপইয়ার যে বলে
শত বছরে গুণি তা
শতাব্দীর ঐ সনটা ॥