প্রতিবেশি
প্রতিবেশি বড়ই আপন
পাশে থাকে তাই
সময়ে অসময়ে তাদের
কাছে পাওয়া যায় ।
আপনজন ও অনেক সময়
দূরে দূরে থাকে
কে বা কার ভালোমতো
কখন খবর রাখে?
প্রতিবেশিরা ছুটে আসে
তারাই আপন জন
দুর্দিনের বন্ধু তারা
তারাই আসল স্বজন ।
শহিদ ভাই
শহিদ ভাইয়েরা জীবন দিয়ে
রক্ষা করেছে ভাষা
তাদের প্রতি থাকবে মোদের
অসীম ভালোবাসা ।
ভুলি নাই ভুলি নাইগো ভাই
তোমাদের অবদান
জীবন দিয়ে রেখে গেছো
বাংলা মায়ের মান ৷