ছয়ঋতু
আমার দেশে ছয় ঋতুতে
নানা রঙের মেলা
সুখে দুঃখে সবাই মিলে
ভাসায় গানের ভেলা ॥
গ্রীষ্মকালে মাথায় নিয়ে
আম কাঁঠালের ঝাঁপি
বর্ষাকালে নৌকা দিয়ে
নদীর পানি মাপি
শরৎকালে ঝাঁপি ভরে
গাথি ফুলের মালা ॥
হেমন্তকালে বাংলার
ঘরে ধান কাটার ধুম
নতুন ধানে গন্ধ বানে
নেইকো চোখে ঘুম
শীতকালে খেজুর রসে
পিঠা পুলির মেলা ॥
বসন্তকালে গাছে গাছে
কোকিল ডাকে বসে
ব্যাকুল হয়ে বাংলা মায়ে
কত মায়ায় ভাসে
রূপের যাদু মিষ্টি মধু
যায় না মুখে বলা
Like
Comment
Share