51 w ·Translate

কবি গুরু
কবি গুরু রবি ঠাকুরের
নামটি জানা চায়
তিনটি দেশের জাতীয় সংগীত
তাঁর লেখাতে পাই ।

'আমার সোনার বাংলা' যখন
সবাই মিলে গাই
স্মৃতির পটে রবি ঠাকুর
মনে পড়ে যায়।

কবিগুরু বলে আমরা
সবাই ডাকি তাঁকে
বিশ্বসভা নোবেল দিয়ে
সম্মান দিলেন যাঁকে ।



বিদ্রোহী কবি
কাজী নজরুল নামটি আমরা
বলতে গেলে ভাই
দুখু মিয়া আর বিদ্রোহী কবি
নামটি এসে যায়।

তাঁর কবিতা তাঁর গানেতে
জেগে ওঠে সমাজ
প্রতিবাদের ঝড় উঠে যায়
সবার মাঝেও আজ ।

সৃষ্টি স্রষ্টা জাতি সমাজ
তাঁর লেখাতে আছে
অনেক কিছুই শেখার আছে
বিদ্রোহী কবির কাছে।