পণ
ভোর হলে উঠবো আমি
এই করবো পণ
চেষ্টা করে গড়বো সবাই
মোদের এই জীবন ।
হাত মুখ ধুয়ে আমি
পাঠ্য বই পড়বো
সময় মতো সবার সাথে
স্কুলেতে ছুটবো।
সুখে দুঃখে মিলেমিশে
এক সাথে রবো
নানান শিক্ষা নিয়ে মোরা
সঠিক মানুষ হবো ।
ইদুল ফিতর
ইদুল ফিতর এলোরে ভাই
খুশির বার্তা নিয়ে
কোরমা পোলাও ফিরনি খাবো
সবার বাড়ি গিয়ে।
ইদুল আজহা
ইদুল আজহায় করবো সবাই
পশু কোরবানি
আল্লাহকে পেতে আমরা
এ নিয়মটা মানি।