51 w ·Translate

বিচার হবে
বিচার হবে জানোতো তুমি
তবু করো কেন পাপ
ইচ্ছে করে এতো পাপের
কেমনে পাবে মাপ!



বুড়ো দাদা
বুড়ো দাদা মনটা সাদা
করে রাজ্যের কাম
কামের শেষে বলে হেসে
কি আর পেলাম দাম?



পাগলের ছাগল
এক পাগলের ছিল ছাগল
মাথায় নিয়ে হাড়ি
ভ্যাঁ ভ্যাঁ করে ঘুরছে দেখো
গাঁয়ের সকল বাড়ি ।