ছবিটি AI দিয়ে তৈরি করা হোক কিংবা বাস্তবসম্মত তাতে কারোর কিছু আসে যায় না, এটি বন্যার ভয়াবহতা তুলে ধরার সামান্য প্রয়াস ছিল মাত্র। মোদ্দা কথা হচ্ছে এবারের বন্যার ভয়াবহতা ছবি দিয়ে হয়তো বোঝানো সম্ভব না তবে সুষম পানি বন্টন আমাদের অধিকার, আমার আমাদের পানির যথাযথ 'হিসসা' চাই এবং দিতে হবে। ইচ্ছা মতো বাঁধ দিবা আবার ইচ্ছা মতো খুলে দিয়ে আমাদের জীবন দূর্বিষহ করে দিবা বললেই হলো! প্রয়োজন হলে আমরা ভাটিতে আরও উঁচু করে বাঁধ নির্মাণ করবো।
#floodinbangladesh #prayforbangladesh #prayforfeni #indiaout #prayforfeni #feni #bangladesh
Like
Comment
Share