সোনার চামচ অথবা আলাউদ্দীনের চেরাগ হাতে নিয়ে জন্মা হয় নাই আমার। বাস্তবতা কতোটা বিচ্ছিরি তা আমি খুব কাছ থেকে দেখেছি, জেনেছি।
মধ্যবিত্ত চিনো তুমি? আমি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এক ঝড়ের পাখি- যার ডানা ভেঙে যায় উড়ার আগে। স্বপ্ন জমে জমে বুকের ভেতর পাহাড় হওয়ার আগে কিভাবে জমিনে দা'ফ'ন করে দিতে হয় তা শিখেছি। স্বপ্নের ভা'ঙা টুকরোতে হাত পা কা'টতে কা'টতে আমি জেনেছি মধ্যবিত্তের স্বপ্ন থাকে কিন্তু পূরণ করার শক্তি/ সাধ্য কোনোটাই থাকে না।
আফসোস নেই, জীবন নিয়ে আফসোস করার সময় নেই, যা আছে … See more