মোমবাতির মতো নিজেকে মনে হয়। ধীরে ধীরে নিজের অস্তিত্ব ক্ষয়ে যাওয়ার যে দৃশ্য তা আমি সবসময়ের মতো দেখেই যাই। আমার হাত, পা, মস্তিষ্ক কি যেনো এক অজানা শক্তি দিয়ে বাঁধা।
নিজের ঝরে পড়ার দৃশ্য নিজের চোখে দেখেও যখন কিছু বদলাতে পারি না তখন মনে হয় আমি সেই মোমবাতি যাকে একবার জ্বালিয়ে দিলে নিজে থেকে আর নিজেকে পু'ড়'তে থাকা থেকে থামানো যায় না.!😅💔
Like
Comment
Share