রাত যত গভীর হয়, ঘুমিয়ে পড়ে শহর, শুধু জেগে থাকে একলা মন, কারো অপেক্ষায় গোনে প্রহর।