, suman Suman    を共有した  役職
33 の

Bddhdjjdndcbbxbxxbbxbxnxnxbxbcx xnxbbcbxnxjzjxbxbdndjhdhdjsznbdhddbbddbdbdb

তোমার আকাশ ধরার শখ
আমার সমুদ্দুরে চোখ
আমি কি আর দেবো বলো
তোমার শুধুই ভালো হোক ।

তোমার ভোলা ভালা হাসি
আমার বুকের ভেতর ঝড়
তুমি চলতি ট্রেনের হাওয়া
আমি কাঁপি থরথর ।

তোমার নানান বাহানায়
আমার জায়গা টা কোথায়
আমি কি এক ঘোরে থাকি
ছিলো কত কথা বাকি ।
তোমার গোপন সবই রয়
আমার আপন মনে হয়
আমি ভোরের ঝরা পাতা
আমার মরার কিসের ভয় !

তোমার নরম কাতর হাত
আমার দিনের মতো রাত
তুমি ঝিনুক কুড়াও যদি
আমি হবো শান্ত নদী ।

আমার আসার সময় হলে
তুমি হাত ফসকে গেলে
তোমার যাওয়ার পায়তারা
আমি হই যে দিশেহারা ।

তুমি অন্য গ্রহের চাঁদ
আমার একলা থাকার ছাদ
তোমার ফেরার সম্ভাবনা
অমাবস্যায় জোছনা ।
তোমার গোপন সবই রয়
আমার আপন মনে হয়
আমি ভোরের ঝরা পাতা
আমার মরার কিসের ভয়

গানটি শুধু যেন আমার মনের ভেতর গেঁথে আছে খুবই সুন্দর আমার সাথে মিলে যায় ধন্যবাদ তোমাকে এমন গান উপহার দেয়ার জন্য আসলে অনেক মায়াবী গান যেটা শুনে অন্তর কেঁদে ওঠে।

image