🤩 গার্ল ফ্রেন্ডের বাসায়😳
😳 হঠাৎ রাত ১২ টার দিকে 🤩
গার্লফ্রেন্ড কল দিয়ে বললো " তুমি কি এখনই একটু আমাদের বাসায় আসতে পারবে? "
বললাম " হ্যাঁ পারবো, কিন্তু বাসায় কেউ যদি কিছু বলে। "
" বাসায় কেউ নেই, তুমি চিন্তা করো না। একটু তাড়াতাড়ি চলে আসো। "
বাইক নিয়ে দশ মিনিটের মধ্যে গার্লফ্রেন্ডের বাড়ির সামনে হাজির হলাম। তারপর তাকে আবার কল দিয়ে বললাম,
" আমি তো বাসার সামনে, তুমি কোই? আমি কি সরাসরি বাড়ির মধ্যে আসবো নাকি? তাড়াতাড়ি বলো, আমার তো অপেক্ষা করতে ইচ্ছে করছে না। "
" আরে ধুর, আমরা সবাই তো খালার বাসায় বেড়াতে এসেছি। কিন্তু মা শুধু শুধু চিন্তা করছে। তার ধারণা যে তিনি মনে হয় বাড়িতে তালা দিয়ে আসেনি। তুমি একটু চেক করে দেখো তো দরজা তালা দেওয়া নাকি। চেক করে তাড়াতাড়ি জানাও😂। "
Collected
