গু'লিবিদ্ধ হওয়ার ৯ মাস পর সাত বছরের শিশু বাসিত খান মুসা অবশেষে আবার বলল, "মাম্মি"।
এই একটি শব্দেই চোখে পানি এসে যায় মুসার মা নিশামনির। গত ১ মে সকাল ৮টায় ফিজিওথেরাপির সময় হঠাৎ করেই "মাম্মি" ডেকে ওঠে মুসা।
গত বছরের ১৯ জুলাই ঢাকার রামপুরায় গুলিবিদ্ধ হয় মুসা, প্রা'ণ হারান তার দাদি। মুসার মাথায় গু'লি ঢুকে ডান পাশ পক্ষাঘাতগ্রস্ত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় সিঙ্গাপুরে। পাঁচ মাসের চিকিৎসার পর গত এপ্রিলের শুরুতে দেশে ফেরে সে।
চিকিৎসকদের ভাষায়, মুসার বর্তমান অগ্রগতি আশাব্যঞ্জক। এখন ব্যথার প্রতিক্রিয়া জানায়, কিছু শব্দ বলার চেষ্টা করে, সবচেয়ে স্পষ্ট উচ্চারণ—“আন্টি”। তবে মায়ের সবচেয়ে কাঙ্ক্ষিত শব্দ, "মাম্মি", শোনার পর এখন তাঁর একটাই চাওয়া—"আগের মতো ও দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরুক, ‘মাম্মি মাম্মি’ বলে বিরক্ত করুক।"©