32 w ·Translate

দরজা খুলল একজন মধ্যবয়স্ক ভদ্রলোক৷ এর ছবিই ঋতিকা ফেসবুকে দেখিয়ে বলেছিল, এটা উৎপলের বড়োমামা৷ না, ভদ্রলোক একেবারেই এডিটিং অ্যাপ ব্যবহার করেন না৷ ফেসবুক প্রোফাইলে যেমন দেখতে লাগছিল, সামনেও তা-ই৷ দুপুরবেলা বাড়িতে দুজন অপরিচিত লোক দেখে একটু অবাক হয়েই বললেন, আপনারা?

সুশোভন বলল, ‘আমি উৎপলের বন্ধু, মামা, ও আছে?’ মামার চোখে তখনও বিস্ময়-মাখানো অবিশ্বাসী দৃষ্টি৷ সুশোভন ল্যাংটোবেলার বন্ধুর মতো একটু বেশিই আপন হয়ে বলল, বদমাশটা কি আমায় ডেকে এখন নিজেই বেপাত্তা হল নাকি?

মামা এতক্ষণে একটু নিশ্চিন্ত হলেন যেন৷ ভাগনা নিজেই ডেকেছে বন্ধুকে বলেই হয়তো আন্তরিকতার সঙ্গে বললেন, ‘আরে না না, কোথাও যায়নি, এই তো লাঞ্চ করে শুয়ে আছে৷ আসলে ও কদিনের জন্য এখানে আছে, তার কারণ বাড়িতে বসে কাজে কনসেনট্রেইট করতে পারছে না৷ ওর জেঠু, জেঠিমা বড়ো জ্বালাচ্ছে৷ তাই বাড়িতে কাউকে জানায়ওনি তেমনভাবে৷ এসো তোমরা, ভিতরে বোসো, ওকে ডেকে দিচ্ছি৷