32 w ·Translate

জীবনের এমন এক কঠিন মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। যেখানে প্রতিটি পদক্ষেপ যেন ভারি হয়ে উঠেছে না পাচ্ছি পেছনে যেতে না পারছি সামনে এগিয়ে যেতে। চারপাশে সবকিছুর ধূসর হয়ে উঠেছে। যেন অন্ধকারে এক অদৃশ্য মেঘ সবকিছু গিলে ফেলেছি। হৃদয়ে এক অসম্ভব কষ্ট এক ধরনের শূন্যতা যা ভাষায় প্রকাশ করার সম্ভব নয়। কোথাও কিছু আর স্পষ্ট দেখছি না শুধু একে অপরকে মিশিয়ে দেওয়ার অদ্ভুত এক অনুভূতি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাওয়ার ভয়। যতই সামনে আগানোর চেষ্টা করি ততই আরও বেশি হারিয়ে যাচ্ছি। 😅💔