32 w ·Translate

"তুমি ছিলে"

তুমি ছিলে, তাই ছিল আলো,
তুমি নেই—সবকিছু এখন কেমন ঝাপসা কালো।
একটা নাম, কিছু স্মৃতি,
আর অনেকটা না বলা কষ্টের জ্বালা, নিরব ভীতি।

লেখক নিজে..নিস্তব্ধ কবি💌📝