32 w ·Translate

তুমি পাশে থেকেও দূরে ছিলে! আর তুমি দূরে থেকেও বহু দূরে। তোমাকে এখন আর ভালবাসতে চাই না তারপরও আমার মন মানতে চাই না। তুমি আমার মাথায় না আসলেও তুমি আমার মনে রয়ে গেছ। আমার ভালোবাসা না হয় এক তরফায় থাক🥀💔