শয়তান তো আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না। তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি?
এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন। তিনি অজু-গোসল সেরে তাড়াতাড়ি দু’রাকাত নামায আদায় করলেন। তারপর মহান আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মুনাজাত করলেন।
সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন। আবার এ স্বপ্নও এমন নয় যে, যার তার কাছে ব্যক্ত করবেন। অবশেষে আবারও তিনি শয়ন করলেন। দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব এলো, সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথম বারের ন্যায় নবী করীম (সা)কে স্বপ্নে দেখলেন। তিনি তাকে পূর্বের ন্যায় বলছেন,
(নূরুদ্দীন) মাহমূদ! এ দুজন থেকে আমাকে মুক্ত কর।
এবার নূরুদ্দীন জাঙ্কি (র "আল্লাহ্, আল্লাহ্" বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন। তারপর কোথায় যাবেন, কী করবেন কিছুই ঠিক করতে পা পেরে দ্রুত অজু-গোসল শেষ করে মুসল্লায় দাড়িয়ে অত্যধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় দু’রাকাত নামায আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রু সিক্ত নয়নে দোয়া করলেন।
Jubayer25
রাতে তিথি একা ছিল বাসায়। হঠাৎ ফোন বাজল—"আমি তোমার জানালার বাইরে দাঁড়িয়ে আছি…"। তিথি জানালা দিয়ে তাকাল, কেউ নেই। ভয় পেয়ে ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর আবার ফোন—"আমি এখন দরজার সামনে।"
তিথি দৌড়ে দরজা বন্ধ করে দেয়। তারপর আরেকটা কল—"ভেতরেই আছি এখন।" সাথে সাথে বাতি নিভে যায়। তিথির চিৎকারে পাশের ফ্ল্যাটের লোকজন ছুটে আসে।
ঘরের দরজা খোলা, বাতি জ্বলে উঠলেও—তিথি আর নেই।
---
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?
Alom123
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?