#আমার একটা টিয়া আছে #
আমার ময়না টিয়া
আমার ছোট্ট ময়না টিয়া,
মিষ্টি তাহার কথা।
সবাইকে সে ভালোবাসে,
নেই তো মনে ব্যথা।
সবুজ রঙের পালক তার,
চোখ দুটো তার কালো।
ছোট্ট ঠোঁটটি টুকটুকে লাল,
যেন আঁকা কোনো আলো।
সারাদিন সে ডেকে বেড়ায়,
"টিয়া, টিয়া" সুরে।
আমার কাছে এলে পরে,
বসে আদর করে।
ফল আর দানা খায় সে,
খুবই শান্ত স্বভাব।
আমার ময়না টিয়া যেন,
এক মিষ্টি ভাব।