আমার ময়না টির ভালোবাসা
আমার ময়না টিয়া, ওগো মিষ্টি বন্ধু,
তোমার ডাকে ভরে ওঠে সকালের সিন্ধু।
সবুজ পালকের শোভা, আঁখি কালো মণি,
আমার হৃদয় জুড়ে তুমি, যেন এক রত্ন খনি।
ছোট্ট ঠোঁটটি তোমার যখন কথা কয়,
মনে হয় যেন বীণা বাজের হৃদয়।
"টিয়া, টিয়া" মিষ্টি ডাকে জুড়ায় পরান,
তোমার সঙ্গ আমার কাছে যেনো এক ভুবন।
তুমি উড়ো ডানা মেলে সারা দিনমান,
ফিরে এসো সন্ধ্যায়, গেয়ে মিষ্টি গান।