মুক্তির স্বাদ
আমার ময়না টিয়া, যদিও থাকে খাঁচায়,
তবুও তার মন উড়ে বেড়ায় দূর আকাশে।
যখন খোলা থাকে দ্বার, সে চায় উড়িতে,
সবুজ বনানী আর নীলের সীমায় যেতে।
দেখে সে বাইরে পাখি, উড়ে যায় ঝাঁকে ঝাঁকে,
হয়তো তারও মন কাঁদে সেই মুক্তির ডাকে।
বাতাসের গান শোনে, গাছের পাতায় নাচে,
বন্ধ খাঁচার মাঝেও সে স্বপ্ন আঁকে।
কখনও দুপুরে, যখন নীরব চারিধার,
সে খাঁচার শিক ধরে দেখে অসীম আকাশপার।