হৃদয়ের বন্ধন
আমার ময়না টিয়া, শুধু একটি পাখি নয়,
সে তো আমার হৃদয়ের খুব কাছের আশ্রয়।
তার ছোট্ট চোখের গভীরে আমি দেখি এক আলো,
যেন আমার সকল নীরবতার সে বোঝে মানে ভালো।
যখন থাকি একা, সে কাছে এসে বসে,
তার মিষ্টি কলকাকলিতে ভরে মন হরষে।
যেন সেও বুঝতে পারে আমার মনের কথা,
নিঃশব্দে জানায় যেন, "আমি তো আছি, চিন্তা কি ব্যথা?"
Synes godt om
Kommentar
Del