32 ш ·перевести

তার প্রতিটি চাহনি, প্রতিটি মিষ্টি ডাক,
আমার জীবনে এঁকে যায় ভালোবাসার এক নকশাক।
এই বন্ধন আমাদের, কোনো বাঁধনে বাঁধা নয়,
এ তো হৃদয়ের টান, যা মানে শুধু অনুভব।
আমার ময়না টিয়া, আমার ছোট্ট প্রাণের সাথী,
চিরদিন এভাবেই রেখো তোমার ভালোবাসা গাঁথি।