14 w ·Vertalen

🍂মানুষ বড়ই “অদ্ভুত”🙂হাসলে বলে,,এতো হাসো কেন?🍂আর কাদলে…….!!!” 𝐏𝐥𝐞𝐚𝐬𝐞 𝐒𝐭𝐨𝐩 𝐘𝐨𝐮𝐫 𝐃𝐫𝐚𝐦𝐚”🥀💔🙂

2 w ·Vertalen

প্রিয় নিসফ আল আফদাল, ভবিষ্যতে সহধর্মিণী

জানো, আমি কোনো রাজপুত্র না। আমার নেই সুগঠিত শরীর, চোখে নেই রোমান্টিক গল্পের মতো মায়া, কণ্ঠেও নেই কবির কাব্যের সুর। আমি হয়তো তোমার স্বপ্নের সেই পারফেক্ট ছেলে না।আমার নেই দামি গাড়ি, ব্র্যান্ডেড ঘড়ি, বা ব্যাংক ব্যালেন্সের ঘনত্ব—কিন্তু আমার আছে একটা হৃদয়, যেখানে শুধুই তোমার জন্য ভালোবাসা জমা আছে।
তুমি যদি কখনো ভাবো (আমার স্বামীটা কেন এমন সাধারণ?)তাহলে আমি বলব, আমি সাধারণই থাকতে চাই, যাতে তোমার ভালোবাসার প্রতিটি স্পর্শে নিজেকে বিশেষ মনে করতে পারি।

জানো, আমি স্বপ্ন দেখি এমন একজন সঙ্গিনীর,
যে পর্দা ভালোবাসে, নম্রতা ধারণ করে,
যে আধুনিকতা নয়, বরং সরলতাকে সম্মান করে,
যে কোরআন-সুন্নাহর আলোকে জীবনকে গঠন করতে চায়,
যে ঘরকে জান্নাত বানাতে চায়—লোক দেখানো সংসার না।আমি চাই না তুমি সাজগোজ করে সবাইকে দেখাওআমি চাই, তুমি আমার জন্য সাজো।
আমি চাই না তুমি হাজার লোকের সামনে হাসো, আমি চাই তুমি শুধু আমার সামনে সেই নিঃশব্দ হেসে বলো তুমি আছো বলেই আমি ভালো আছি।

জানো, আমি চাই না সোনা-দানা, বা সৌন্দর্যের মাপকাঠিতে মাপা কোনো রমণী।
আমি চাই এমন একজন, যার সাথে মিলেমিশে নামাজে দাঁড়াতে পারব, একসাথে কোরআন পড়তে পারব, কাঁধে মাথা রেখে আখিরাতের গল্প করতে পারব।
তুমি ক্লান্ত হলে আমি তোমার পাশে চুপচাপ বসে থাকব।তুমি অসুস্থ হলে আমি গভীর রাতেও তোমার জন্য দোয়া করব।তুমি চোখের পানি ফেললে আমি কাঁদতে না পারলেও ভেতরটা কেঁপে উঠবে কারণ তুমি আমার হৃদয়ের অর্ধেক।তুমি যদি একদিনও বলতে আমার দিনটা খুব কঠিন ছিল,আমি বলব চলো, দু’জন মিলে আল্লাহর কাছে সেজদা দেই… ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে,,,,,

আমার একটাই চাওয়াতুমি আমাকে ভালোবাসো, আমার প্রতি বিশ্বস্ত থাকো।আমি কোনো প্রতিদান চাই না। চাই শুধু ভালোবাসার বিনিময়ে ভালোবাসা। আর আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থেকে দায়িত্ব পালন করতে চাই।আল্লাহ জানেন, আমি কাকে চাচ্ছি আর আমি তাঁর কাছেই প্রার্থনা করি হে রব, আমাকে এমন একজন দাও, যার সঙ্গে আমি শুধু দুনিয়া নয়, আখিরাতেও থাকব।

আমি অপেক্ষায় আছি.......
কারণ আমি এমন এক সত্তার বান্দা, যিনি কারো দোয়া কখনোই বৃথা যেতে দেন না। তিনি অন্তরগুলোকে বদলে দেন, আর সঠিক সময়েই সঠিক মানুষ পাঠান…✨🌼

5 w ·Vertalen

𝐇𝐨𝐰 𝐓𝐨 𝐓𝐫𝐚𝐢𝐧 𝐘𝐨𝐮𝐫 𝐃𝐫𝐚𝐠𝐨𝐧 সিনেমার ৫ম উইকেন্ডের ওয়ার্ল্ডওয়াইড গ্রোস কালেকশনঃ-

---------------------------------------------------

🥁 বাজেট → $১৫০* মিলিয়ন।

🔰 ডমেস্টিক → $২৩৯.৯ মিলিয়ন।
🔰 ওভারসীস → $৩২১.৭ মিলিয়ন।
🌍 ওয়ার্ল্ডওয়াইড গ্রোস → $৫৬১.৬ মিলিয়ন।

💠 ভার্ডিক্ট →SUPER HIT ***
----------------------------------------------------

🔰 ফ্র‍্যাঞ্চাইজি ২য় হায়েস্ট গ্রোসিং সিনেমা।
🔰 ফুলরানে ৬৫০ মিলিয়ন আয় করতে পারে।

#ss49

6 w ·Vertalen

গল্প : শ্যাওড়াগাছের পেত্নী

চতুর্থ পাঠ
সকালে যখন জ্ঞান ফিরল, সুহাস দেখল সে নিজের বিছানাতেই শুয়ে আছে। গলাটা প্রচণ্ড ব্যথা করছে, যেন কেউ সত্যি সত্যি চেপে ধরেছিল। সে বুঝতে পারল, এটা আর মনের ভুল নয়। ওই পেত্নী তার পিছু নিয়েছে। সে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ, হরেন দাদুর কাছে ছুটে গেল। হরেন দাদু সব শুনে দীর্ঘশ্বাস ফেলে বললেন, "তোমাকে আগেই বারণ করেছিলাম বাবা। ওই শ্যাওড়াগাছের আত্মা বড়ই ভয়ঙ্কর। ও সহজে কাউকে ছাড়ে না। তুমি ওর সীমানায় ঢুকে ওকে বিরক্ত করেছ।" সুহাস ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, "এখন উপায় কী দাদু?" হরেন দাদু বললেন, "আজ অমাবস্যার রাত। আজ রাতে ও সবচেয়ে শক্তিশালী থাকবে। তোমাকে একটা কাজ করতে হবে। একটা লোহার পেরেক আর হাতুড়ি নিয়ে ঠিক মাঝরাতে ওই গাছের উত্তর দিকের ডালে পুঁতে দিতে হবে। কিন্তু খুব সাবধান, ও তোমাকে বাধা দেওয়ার সবরকম চেষ্টা করবে।" সুহাসের তখন মরীয়া অবস্থা। সে ঠিক করল, আজ রাতেই সে এই ভয়ের মোকাবিলা করবে। নয়তো সে আর বাঁচবে না।

কিন্তু সে জানত না, অমাবস্যার রাতে সেই অতৃপ্ত আত্মা কতটা শক্তিশালী হয়ে ওঠে এবং তার জন্য কী ভয়ঙ্কর ফাঁদ পেতে রেখেছে।

#রহস্যময় গল্প 😱😱😱

image
6 w ·Vertalen

গল্প : শ্যাওড়াগাছের পেত্নী

চতুর্থ পাঠ
সকালে যখন জ্ঞান ফিরল, সুহাস দেখল সে নিজের বিছানাতেই শুয়ে আছে। গলাটা প্রচণ্ড ব্যথা করছে, যেন কেউ সত্যি সত্যি চেপে ধরেছিল। সে বুঝতে পারল, এটা আর মনের ভুল নয়। ওই পেত্নী তার পিছু নিয়েছে। সে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ, হরেন দাদুর কাছে ছুটে গেল। হরেন দাদু সব শুনে দীর্ঘশ্বাস ফেলে বললেন, "তোমাকে আগেই বারণ করেছিলাম বাবা। ওই শ্যাওড়াগাছের আত্মা বড়ই ভয়ঙ্কর। ও সহজে কাউকে ছাড়ে না। তুমি ওর সীমানায় ঢুকে ওকে বিরক্ত করেছ।" সুহাস ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, "এখন উপায় কী দাদু?" হরেন দাদু বললেন, "আজ অমাবস্যার রাত। আজ রাতে ও সবচেয়ে শক্তিশালী থাকবে। তোমাকে একটা কাজ করতে হবে। একটা লোহার পেরেক আর হাতুড়ি নিয়ে ঠিক মাঝরাতে ওই গাছের উত্তর দিকের ডালে পুঁতে দিতে হবে। কিন্তু খুব সাবধান, ও তোমাকে বাধা দেওয়ার সবরকম চেষ্টা করবে।" সুহাসের তখন মরীয়া অবস্থা। সে ঠিক করল, আজ রাতেই সে এই ভয়ের মোকাবিলা করবে। নয়তো সে আর বাঁচবে না।

কিন্তু সে জানত না, অমাবস্যার রাতে সেই অতৃপ্ত আত্মা কতটা শক্তিশালী হয়ে ওঠে এবং তার জন্য কী ভয়ঙ্কর ফাঁদ পেতে রেখেছে।
#রহস্যময় গল্প 😱😱😱

image
7 w ·Vertalen

#চাঁদ
রাতের আকাশে চাঁদ হাসে,
তুমি যেন পাশে বসে।
নরম আলোয় মুখখানি,
দেখি যেন নতুন কাব্যে।
মেঘ ছুঁয়ে চাঁদ বলে
“তোমায় ভালোবাসি চিরকাল,”
তুমি শুনে হাসো মৃদু,
জগত লাগে সোনার থাল।