আমি সব রেখে দেব নিজের ভেতরে
অবান্তর কথা বলে পালাবে কোথায় ?
যা ইচ্ছে তা করতে পারো
মানা করছি না
মুক্ত তুমি উড়ে যাও, ডানাহীন পাখি !
এখন আমার অনেক সময় নিভৃতে হারায়
মনের অজান্তে পুড়ে গেছে নরকে পুতুল-
ভেংগে দাও এ বাঁধনের মায়া
মানা করছি না।
আমি সব রেখে যাব অতীতের কাছে
জানবে না ভবিষ্যতে আমাকে তুমি !
যা ইচ্ছে তা বলতে পারো
মানা করছি না
মুক্ত তুমি উড়ে যাও, ডানাহীন পাখি !
#ডানাহীন_পাখি #danahin_pakhi #ashes
Like
Comment
Share