এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।
একলা থাকার ঘরে আমি একলা পরে রই একলা আকাশের নিচে একলা বিষ্টি ছুই একলা রাতের একলা তারা একলা দেখা চাঁদ একলা গভীর অন্ধকারে আমি জেগে থাকা রাত একলা সুখ আর একলা দুঃখ একলা ভেবে খুশি একলা চলেও একলা বলেও একলা আমি হাসি’
Emontalukdar2
Delete Comment
Are you sure that you want to delete this comment ?