১
এক-যে, রাজা। রাজার সাত রাণী। 'বড়রাণী, মেজরাণী, সেজরাণী, ন'রাণী, কনেরাণী, দুয়োরাণী, আর ছোট রাণী।
রাজার মস্ত-বড় রাজ্য; প্রকাণ্ড রাজবাড়ী।
হাতীশালে হাতী ঘোড়াশালে ঘোড়া, ভাণ্ডারে মাণিক, কুঠরীভরা মোহর, রাজার সব ছিল। এ ছাড়া, মন্ত্রী, অমাত্য, সিপাই, লস্করে, রাজপুরী গমগম্ করিত।
কিন্তু, রাজার মনে সুখ ছিল না। সাত রাণী, এক রাণীরও সন্তান হইল না। রাজা, রাজ্যের সকলে, মনের দুঃখে দিন কাটেন।
একদিন রাণীরা নদীর ঘাটে স্নান করিতে গিয়াছেন, — এমন সময়, এক সন্ন্যাসী যে, বড়রাণীর হাতে একটি গাছের শিকড় দিয়া বলিলেন,- 'এইটি বাটিয়া সাত রাণীতে খাইও, সোনার চাঁদ ছেলে হইবে।'
লাইক বেশি হলে পরের পাঠ দিবো,, 🙂