32 w ·Translate

##একসাথে অনেকগুলো ডিলিট বা পিন করতে অথবা ইচ্ছানুযায়ী নতুন ক্লিপ যোগ করতে "Manage" বাটনে চাপুনযেকোন লেখা বা ছবি কপি করলে "Recent" এ আসবে। তবে পিন না করলে ১ ঘন্টা পর মুছে যাবেপ্রেস করে হোল্ড করলে পিন, পেস্ট এবং ডিলিট করার অপশন আসবেএখানে একবার প্রেস করলে সেটি ইনপুট বক্সে পেস্ট হবেসময়ের সাথে সাথে তুমি আমি সবাই বদলে যাই।
কেন শুধু শুধু আমার দিকে ইশারা কর ভাই!!!সময়ের সাথে সাথে তুমি আমি সবাই বদলে যাই।
কেন শুধু শুধু আমার দিকে ইশারা কর ভাই!!!কিছু কিছু সময়ে আপনাকে বুঝে নিতে হবে যে, কিছু মানুষ আপনার হৃদয়ে থাকতে পারে কিন্তু আপনার জীবনে নয়।অস্থির ভার সয়ে নেয়ার অসীম ক্ষমতা যার আছে। সেই হয়তো নিজেকে জয় করে নিয়েছে।কাউকে কষ্ট দেওয়া একপ্রকার পৈশাচিক আনন্দ। মানুষ এই আনন্দটা নিতেই বেশি পছন্দ করে।যাদের অবহেলায় আমরা চার দেয়ালে বন্ধি,,,, তাদের অবহেলা ভুলে, তাদেরকে নিয়েই বেশি স্বপ্ন দেখি।তোমার দেওয়া কষ্টটাই এই পৃথিবীতে আমার জন্য সবচেয়ে মূল্যবান উপহার। তার জন্যই আমি নিজেকে নিয়ে ব্যস্ত হতে পেরেছি।জীবন আপনাকে যতই দূরে ঠেলে দেয় না কেন, আপনি যতই আঘাত পান না কেন, আপনি সর্বদা ফিরে আসতে পারেন।##