পার্ট: ১
নাম: লগড ইন
রাহাত প্রতিদিনের মতো রাত ১২টার পর ঘুমানোর আগে ল্যাপটপে একটু লেখালেখি করছিল। হঠাৎ স্ক্রিনে একটা পপ-আপ এল—
"Welcome back, Rafiq. Logging you in..."
রাহাত চমকে উঠল। রাফিক কে? এই ল্যাপটপ তো শুধু তারই ব্যবহার করা! ভয় পেলেও কৌতূহল থামল না। স্ক্রিনে একটা পুরনো ডেস্কটপ খুলে গেল—ফাইল ভর্তি ডায়েরি, ছবির ফোল্ডার, এবং একটা নোট:
"Don’t let him remember."
রাহাত একে একে ফাইল খুলতে লাগল। ছবিগুলোতে একটি মুখ, যার চেহারা অদ্ভুতভাবে তার নিজের সঙ্গে মিলে যায়। আর ডায়েরিতে লেখা—“২৭ এপ্রিল ২০১৯। আমি রাহাতকে হয়ে উঠতে দিচ্ছি। সময় শেষ হলে আমি ফিরে আসব।”
ঘামতে লাগল রাহাত। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ল্যাপটপ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। কিন্তু বন্ধ স্ক্রিনে সে স্পষ্ট দেখতে পেল নিজের প্রতিবিম্ব—যেটা তাকিয়ে হাসছে।
নিজে না, অন্য কেউ। তার ভেতরের কেউ।
#sifat10