14 ш ·перевести

গল্প: লগড ইন
অধ্যায় ৬: ফরম্যাট

রাহাতের মন একটা সিদ্ধান্তে পৌঁছেছিল—ল্যাপটপের সবকিছু মুছে ফেলা ছাড়া আর উপায় নেই। যদি সত্যিই রাফিকের সত্তা তার ভেতর থেকে বের হতে চায়, তাহলে এই ডিজিটাল স্মৃতি বিলীন করতে হবে।

তবে রাতের অন্ধকারে ল্যাপটপ খুলতে গিয়ে তার হাতে কাঁপন ধরছিল। মনে হচ্ছিল ল্যাপটপ নিজেই তার সঙ্গে লড়াই করছে।

ফাইল ফরম্যাটের বোতামে ক্লিক করতেই হঠাৎ স্ক্রিন ঝলসে উঠল। অদ্ভুত গর্জন আর ভীতিকর শব্দ বের হতে লাগল। রাহাতের শরীরে কাঁপুনি ধরে গেল, যেন কেউ ভিতর থেকে তাকে আঁকড়ে ধরে।

তার হাত থেকে ল্যাপটপ পড়ে গেল মেঝেতে, স্ক্রিনে হঠাৎ তার নিজের মুখ ফুটে উঠল, চোখে শত্রুতার আগুন।

“তুমি আমাকে মুছে ফেলতে পারবে না,” এক আওয়াজ গর্জন করল, যা রাহাতের মগজে গুঞ্জরিত হল।

ল্যাপটপ আবার চালু হলো নিজে থেকেই, ফাইলগুলো লকড হয়ে গেল। আর রাহাত অনুভব করল, এখন সে নিজেই তার জীবনের বন্দী।

নিশ্চয়তা তার বুক চেঁড়ে ধরল। সে বুঝল, রাফিক শুধু একটা স্মৃতি নয়, বরং একটা জেগে থাকা সত্তা যা ল্যাপটপের বাইরে তার মস্তিষ্কে প্রবেশের চেষ্টা করছে।

সে চেয়েছিল ফরম্যাট করে সব মুছে ফেলবে, কিন্তু এবার বুঝল—এই লড়াই শুধু ডিজিটাল নয়, মানসিকও।

রাহাতের সামনে এক অজানা যুদ্ধ অপেক্ষা করছে। ল্যাপটপ আর মস্তিষ্ক—দুটি জায়গাতেই সে রাফিকের সঙ্গে লড়াই করবে।

сейчас же ·перевести

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 м ·перевести

Finalisina












কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
36 м ·перевести

বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,

ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।

আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
ও বাবা শেয়াল কোথা
ভেলোটা দাড়িয়ে হোথা
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জাড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!

‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গিয়ে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!

যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!

======

image
37 м ·перевести

কে তুমি খুঁজিছ জগদীশ ভাই আকাশ পাতাল জুড়ে’
কে তুমি ফিরিছ বনে-জঙ্গলে, কে তুমি পাহাড়-চূড়ে?
হায় ঋষি দরবেশ,
বুকের মানিকে বুকে ধ’রে তুমি খোঁজ তারে দেশ-দেশ।
সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে তুমি আছ চোখ বুঁজে,
স্রষ্টারে খোঁজো-আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে!
ইচ্ছা-অন্ধ! আঁখি খোলো, দেশ দর্পণে নিজ-কায়া,
দেখিবে, তোমারি সব অবয়বে প’ড়েছে তাঁহার ছায়া।
শিহরি’ উঠো না, শাস্ত্রবিদের ক’রো না ক’ বীর, ভয়-
তাহারা খোদার খোদ ‘ প্রাইভেট সেক্রেটারী’ ত নয়!
সকলের মাঝে প্রকাশ তাঁহার, সকলের মাঝে তিনি!
আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি!
রত্ন লইয়া বেচা-কেনা করে বণিক সিন্ধু-কুলে-
রত্নাকরের খবর তা ব’লে পুছো না ওদের ভুলে’।
উহারা রত্ন-বেনে,
রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেও চেনে!
ডুবে নাই তা’রা অতল গভীর রত্ন-সিন্ধুতলে,
শাস্ত্র না ঘেঁটে ডুব দাও, সখা, সত্য-সিন্ধু-জলে।

image
37 м ·перевести

বেলা শেষে উদাস পথিক ভাবে,
সে যেন কোন অনেক দূরে যাবে –
উদাস পথিক ভাবে।

‘ঘরে এস’ সন্ধ্যা সবায় ডাকে,
‘নয় তোরে নয়’ বলে একা তাকে;
পথের পথিক পথেই বসে থাকে,
জানে না সে কে তাহারে চাবে।
উদাস পথিক ভাবে।

বনের ছায়া গভীর ভালোবেসে
আঁধার মাথায় দিগবধূদের কেশে,
ডাকতে বুঝি শ্যামল মেঘের দেশে
শৈলমূলে শৈলবালা নাবে –
উদাস পথিক ভাবে।

বাতি আনি রাতি আনার প্রীতি,
বধূর বুকে গোপন সুখের ভীতি,
বিজন ঘরে এখন সে গায় গীতি,
একলা থাকার গানখানি সে গাবে-
উদাস পথিক ভাবে।

হঠাৎ তাহার পথের রেখা হারায়
গহন বাঁধায় আঁধার-বাঁধা কারায়,
পথ-চাওয়া তার কাঁদে তারায় তারায়
আর কি পূবের পথের দেখা পাবে
উদাস পথিক ভাবে।

======

image