গল্প: ছায়ার খেলা
অধ্যায় ২: জোনারি পার্কের সিঁড়ি
মোহসিন রাতের কুয়াশার মধ্যে জোনারি পার্কের পুরোনো সিঁড়ির দিকে পা বাড়াল। চারপাশ নিস্তব্ধ, শুধু পায়ের আওয়াজ ইকো করে গড়িয়ে যাচ্ছিল। হঠাৎ, সিঁড়ির নিচ থেকে একদম ধীর, ফিসফিস শব্দে কেউ বলল,
“তুমি এসেছো।”
মোহসিন পিছিয়ে গেল, কিন্তু ভয় ও কৌতূহল তাকে আটকে দিলো। সে চেয়েছিল পালাতে, কিন্তু শরীর যেন তার কথা শোনেনি। হঠাৎ একটা ছায়া ধেয়ে এল সামনে, আর মোহসিন বুঝল, এটা সাধারণ কোনো ছায়া নয়—সে যেন তার নিজের একটি বিকৃত প্রতিফলন।
“তুমি আমাকে ভুলে গেলে কি হবে?” ফিসফিস শব্দটা এখন গর্জনে বদলে গেল। মোহসিনের মাথায় এক ঝড় উঠল—সে কি সত্যিই কেউ বা কিছু তাকে নিয়ন্ত্রণ করতে চাইছে?
#sifat10
Gefällt mir
Kommentar
Teilen
tamimahmod123
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?