32 w ·Translate
(সংকেত: ভূমিকা; বাংলা ভাষা; আন্তর্জাতিক স্বীকৃতি; নিজভূমে পরবাসী; গুরুত্ব ও প্রয়োজনীতা; সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন সংক্রান্ত আইন; সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারে সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; কতিপয় অনুকরনীয় দৃষ্টান্ত; বুদ্ধিজীবীদের মতামত ও সুপারিশ উপসংহার।)



ভূমিকা:

কবি রামনিধিগুপ্ত বলেছেন-

“নানান দেশের নানা ভাষা।
বিনে স্বদেশী ভাষা পূরে কি আশা”।
মানুষের মনের ভাব, আনন্দ-বেদনা, ইচ্ছা-আকাঙ্ক্ষা সবকিছু স্বদেশী ভাষা তথা মাতৃভাষাতেই যথার্থভাবে প্রকাশিত হয়। একটি জাতির সামগ্রিক উন্নয়নে সর্বস্তরে সে জাতির মা