সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারে সমস্যা:
ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে জাতীয় জীবনের সর্বস্তরে এ ভাষা ব্যবহারযোগ্য। ধ্বনিতাত্ত্বিক দৈন্য কিংবা প্রয়োগিক কোনো সমস্যাও এ ভাষার নেই। কতিপয় সমস্যা লক্ষ্য করা যায়, যা সমাধানযোগ্য যেমন-
বাংলা পরিভাষাগত জটিলতা।
মানসম্পন্ন অনুবাদ শব্দ তৈরি ও ব্যবহার অদক্ষতা।
সরকারি কাজ-কর্মে সাধুভাষার ব্যবহার।
আইন-আদালত সংক্রান্ত, বৈজ্ঞানিক, ও চিকিৎসাবিষয়ক শব্দাবলীর অনুবাদে জটিলতা।
উচ্চ শিক্ষায় মানসম্পন্ন বইয়ের অভাব।
সাম্রাজ্যবাদী বিদেশি ভাষার আগ্রাসী থাবা।
অবাধ আকাশ সংস্কৃতি।বাংলা ব্যবহারে হীনমন্যতা।