গল্প: "এক কাপ চা"
শহরের এক কোণায় ছোট্ট একটা বাড়ি। সেখানে থাকেন রাহুল আর তার স্ত্রী নীলা। দুজনেই চাকরি করেন, সংসারও মিলেমিশে চালান। খুব ধনী নয়, তবে সুখে-শান্তিতে দিন কাটে তাদের।
প্রতিদিন অফিস থেকে ফিরে রাহুল চায় এক কাপ চা। আর সেই চা বানানো যেন নীলার এক বিশেষ আনন্দ। ওর কথায়, “তোমার জন্য বানানো চায়ের ঘ্রাণেই আমার দিন শেষ হয়, আর শুরু হয় শান্তির।”
একদিন নীলা অসুস্থ হয়ে পড়ে। ক্লান্ত, দুর্বল, কিছু করতে পারছে না। রাহুল অফিস থেকে ফিরে নিজেই চা বানিয়ে আনে। নীলা মৃদু হেসে বলে, “আজকের চায়ে তোমার ভালবাসার স্বাদ বেশি।”
সেই দিন রাহুল বুঝে ফেলে—একটা সুখী সংসারের মানে শুধু বড় বাড়ি বা দামি উপহার নয়, বরং ছোট ছোট যত্ন, বোঝাপড়া, আর পরস্পরের পাশে থাকা।
শেষ কথা:
সুখী সংসার মানে পরস্পরের

Md Shakib Islam
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?