আমিও বাবা মায়ের সন্তান, আমার শাশুড়ির পুত্রবধূ। এ কথা বলতে বাধ্য হচ্ছি কোন শাশুড়ি মা খারাপ নয়। বলতে গেলে আমরাই খারাপ! ঠিক বলছি, হ্যাঁ আমরাই খারাপ। প্রত্যেক শাশুড়ি মা, তোমার মা এক সময় ঘরের বউ হয়ে এসেছে। সেও বাপের বাড়ির সংসারে বাবা, মা, ভাই, বোনের মায়া মমতা, ভালোবাসা সবকিছু ত্যাগ করে অন্ধবিশ্বাস এর উপর ভর করে অপরের ছেলের সংসারে পা বাড়ায়। কত দুঃখ কষ্ট, লাঞ্ছনা বঞ্চনা নিয়ে তাকে তিলে তিলে সংসারটা গড়ে তুলতে হয়। যৌথ পরিবার হলে তো কোন কথাই নেই, তাকে হাড়ভাঙ্গা খাটুনি খাটতে হয়, সবার ভরন পোষণের দায়িত্ব নিজের কাজে তুলে নিতে হয়। কত যে তার চোখের জল ঘামের জলে মিশে গেছে তার কোন হিসেব নেই। শুধু ধৃঢ় মনে সংসার ধর্ম করে গেছেন। তাকে আমরা নতুন বউয়ের গুণ শেখাতে যাই। কিন্তু আমরা নতুন বউ হয়ে এসেই যেন হাতির পাঁচ পা রেখে ফেলি। আমরা মনে ভাবি শাশুড়ি মা কোন দিন গর্ভধারিনী মা হতে পারে না। এটা সত্য তিনি তোমাকে গর্ভধারণ করেনি ঠিকই কিন্তু তুমি যাকে বিয়ে করেছো সে তো তাকে গর্ভধারণ করেছিল। তাকে অনেক আদরে মানুষ করেছে, নিজের রক্ত জল করে সংসারের দায়বদ্ধতা মাথায় নিয়ে তার স্বপ্নগুলো বিসর্জন দিয়ে তার ছেলেকে মানুষ করেছে। সেও তো দুচোখ ভরে স্বপ্ন দেখেছে তার ছেলে আর ছেলে বউ তাকে যত্ন নেবে তাকে মায়ের মতো ভালবাসবে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে হয়ে যায় উল্টো আমরা কখনোই তাকে নিজের মা বলে মনে করতে পারি না। কেন করতে পারি না। এটা কি একটু ভেবেছি, হতে পারে সে আমাদের গর্ভধারণ করেনি তাতে কি হয়েছে আমরা কি তাদের মায়ের ভালোবাসা দিতে