তাছাড়া আরও একটা ব্যপার আছে। ওদের অবস্থা সনাতনের চেয়েও খারাপ। সুতপার পরে আরও দুটি মেয়ে আছে তিনকড়ির। পয়সার অভাবে তাদের পাত্রস্থ করা যাচ্ছেনা। এমতাবস্থায় সেখানে অলকানন্দাকে রেখে আসা উচিত নয়।
ওখানেও তো বুকের দুধ পাবেনা, আর টিনের খাবারের যা দাম! এই আট দিনেই সনাতনের পকেটে টান পড়েছে। ধার করতে হয়েছে তাকে। তিনকড়ির একেই বেহাল দশা, তারপরে এই বাড়তি ঝামেলা সে নেবে কেন! সে যদি মুখের ওপরে বলে, বিবাহিত মেয়ের সন্তান পালান তো বাপের কাজ নয়! তখন! তবে সুরমা যদি এখানে এসে থাকে তাহলে অবশ্য সবটা সামলে নিতে পারবে সনাতন।
Мне нравится
Комментарий
Перепост