32 w ·Translate

নিবিড় ছায়ার ডাক
নীল আকাশে ভেসে চলে,
সাদা মেঘের পাখা মেলে।
সবুজ ঘাসে শিশির নামে,
ভোরের আলো রূপে খেলে।

বনের মাঝে পাখির গান,
শোনায় মধুর গল্প খান।
নির্জনে সে শান্ত ডাক,
প্রকৃতিরই গভীর মাক।।
##rashid#