##বর্তমান সমাজটাই এমন .সৎ মানুষ গুলো অবহেলিত ,…আর অসৎ মানুষ গুলো সম্মানিত …” একজন শিক্ষক সামগ্রিকভাবে প্রভাব ফেলে, কেউ বলতে পারে না তার প্রভাব কোথায় গিয়ে শেষ হয়। ” – হেনরি এডামসযে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ..ধৈর্য ধরো ,একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে …..”বেলাল বিন রাবাহ রহ বলেন: “পাপ ছোট কি না তা দেখনা বরং দেখ যার অবাধ্যতা করছ তিনি কত বড়”