14 i ·Oversætte

গল্পের নাম: "একটি চিঠি"

রাহাত প্রতিদিনের মতো পোস্ট অফিসে গেলো। সে সেখানে কাজ করে চিঠি বিলির কাজে। হঠাৎ করে একটি পুরোনো চিঠি চোখে পড়ল। খামটা অনেক পুরোনো, ধূসর হয়ে গেছে। ঠিকানাটা গ্রামে, কিন্তু চিঠিটা কখনো পাঠানো হয়নি।

কৌতূহলে পড়ে ফেলল রাহাত। চিঠিতে লেখা ছিল:
"মা, আমি ভালো আছি। শহরে কাজ পেয়েছি। ঈদের সময় বাড়ি আসব। তোমার রান্না খুব মিস করি। তোমার ছেলেটা বড় হয়েছে মা। আর শুধু তোমার জন্যই বাঁচতে শিখেছি।"

চোখে জল চলে এল রাহাতের।
পরদিন ছুটি নিয়ে সেই গ্রামে গেল সে। বাড়িটা খুঁজে পেল, কিন্তু সেখানে শুধু একটি বৃদ্ধা বসে ছিলেন, চোখে ধূসর চাহনি।

তিনি ধীরে বললেন, “ছেলের চিঠির অপেক্ষায় ছিলাম, কিন্তু কিছুই পেলাম না।”
রাহাত চিঠিটা তুলে দিলেন বৃদ্ধার হাতে।

চোখ ভিজে গেল দু’জনেরই।
চিঠিটা ১০ বছর পরে এল, কিন্তু ভালোবাসা কখনো দেরি করে না।

শেষ।

আরও গল্প চাইলে জানাতে পারো—হাসির, ভৌতিক, শিক্ষণীয় বা শিশুদের উপযোগী ধরনেরও দিতে পারি।

image
18 m ·Oversætte

Najsjsjsvskssmsg





কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
19 m ·Oversætte

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
20 m ·Oversætte

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
20 m ·Oversætte

Finalisina












কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 h ·Oversætte

বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,

ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।

আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
ও বাবা শেয়াল কোথা
ভেলোটা দাড়িয়ে হোথা
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জাড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!

‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গিয়ে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!

যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!

======

image